Lava Z61 Pro
ভারতবাসী অধীর অপেক্ষায় ছিল ভারতীয় Smartphone কোম্পানি দ্বারা তৈরী কোনো ফোনের। সমস্ত দেশবাসীর কথা ভেবে তাই ভারতীয় কোম্পানি, Lava নিয়ে এল তাদের নতুন এন্ট্রি লেভেলের ফোন Lava Z61 Pro। কোম্পানির বিশ্বাস এই ফোন China স্মার্টফোনকে টেক্কা দিতে সক্ষম। আমরা সর্বপ্রথম আপনাদের জানিয়েছিলাম যে লাভা শীঘ্রই তাদের নতুন Phone আনবে। লাভা জেড ৬১ প্রো এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে ৩,১০০ Mah ব্যাটারি, ১৬ জিবি Storage ও অক্টা কোর Proccesor আছে। আসুন এই ফোনের দাম ও Specification জেনে নিই।
Lava Z61 Pro দাম :
ভারতে Lava Z61 Pro একটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। এর ২ জিবি র্যাম ও ১৬ জিবি স্টোরেজের দাম ৫,৭৭৪ টাকা। ফোনটি নীল ও লাল রঙে পাওয়া যাবে। অফলাইনের পাশাপাশি জনপ্রিয় অনলাইন সাইটগুলি থেকেও এই ফোনটি কেনা যাবে। এই ফোনটি Realme C2, Xiaomi Redmi 8A, Vivo Y911i এবং Galaxy J সিরিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
Lava Z61 Pro স্পেসিফিকেশন :
ডুয়েল সিমের লাভা জেড ৬১ প্রো ফোনে ৫.৪৫ ইঞ্চি এইচডি প্লাস ফুল ভিউ Display দেওয়া হয়েছে। এর Aspect রেশিও ১৮:৯। যদিও এই ফোনের Display ডিজাইন আপনাকে হতাশ করবে কারণ পুরোনো দিনের ডিসপ্লে ডিজাইনের সাথে এসেছে। ফোনের চারপাশে বেজেল দেখতে পাবেন। এই ফোনের পিছনে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। পিছনে LED flash দেওয়া হয়েছে। এছাড়াও এই ক্যামেরায় পোর্ট্রেট মোড (বোকেহ), Burst mode , প্যানোরামা, ফিল্টারস, বিউটি মোড, HDR এবং নাইট মোড সাপোর্ট করবে।
যদিও কোম্পানির তরফে এতে কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে তা জানানো হয়নি। তবে এই Octa Core প্রসেসরের ক্লক স্পিড ১.৬ গিগাহার্টজ। MicroSD কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। সিকিউরিটির জন্য এতে Face unlock ফিচার উপলব্ধ। ফোনটিতে পাবেন ৩,১০০ এমএএইচ ব্যাটারি। চার্জিং পোর্ট হিসাবে এতে মাইক্রো ইউএসবি পোর্ট আছে।
লাভা ইন্টারন্যাশনল এর প্রোডাক্ট হেড তেজিন্দর সিং জানিয়েছেন, ‘একটি ভারতীয় ব্র্যান্ড হিসাবে আমরা সমাজের প্রতিটি বিভাগের জন্য Product আনতে চাই। লাভা জেড ৬১ প্রো সত্যই একটি ‘মেড ইন ইন্ডিয়া’ Smartphone । এটি কেবল একটি বিরামবিহীন পারফরম্যান্সই দেয় না, এন্ট্রি লেভেল বিভাগে এটি দুর্দান্ত লুক অফার করে। আপনার বিনোদনের চাহিদা মেটাতে এবং আপনাকে # ইন্ডিয়ান বোধ করার জন্য এটি উপযুক্ত ফোন।’
আরও পড়ুন